<p><br></p>
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ী গ্রামের সর্বজনশ্রদ্ধেয় মাস্টার সূবর্ণ বড়ুয়ার যোগ্যসন্তান রাজীব বড়ুয়া,তিনি একজন তরুণ উদীয়মান রাজনৈতিক নেতা। বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম কক্সবাজার জেলা( দক্ষিণ) এর যোগ্যতম সভাপতি।
ব্যক্তিগত জীবনে তিনি একজন অমায়িক ও ভদ্র উচ্চশিক্ষিত প্রগতিশীল ও প্রতিশ্রুতিবান যুবনেতা।
বহুগুণে গুণান্বীত রাজীব বড়ুয়া রাজু একাধারে কন্ঠ শিল্পী, সমাজ সংগঠক ও পরোপকারী ব্যাক্তি হিসেবে এলাকায় ইতিমধ্যে সুখ্যাতী অর্জন করেছেন। চট্রগ্রামের খ্যাতনামা এন,জি,ও সংস্থা "কল্পতরু"র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক তিনি। উখিয়া উপজেলা জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের রাজনীতিতে নতুনত্ব আনতে মরিয়া।রাজীব বড়ুয়া। ইতিমধ্যে তিনি উখিয়া উপজেলার পাড়া,মহল্লায় উখিয়া টেকনাফের ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা শাহজাহান চৌধুরীর ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছে। তিনি বিশ্বাস করেন আগামী নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ হয় তাহলে উখিয়া টেকনাফের মানুষ ধানের শীষ মার্কায় ভোট দিয়ে শাহজাহান চৌধুরীকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।